ঝড়ের সময় যে কাজগুলো আগে করবেন || jagonews24.com

2021-06-15 4

দেশে কখনো কখনো ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানী ঘটে। তবে এ সময়ে হাত গুটিয়ে বসে থাকলে বিপদ আরও বাড়ে। ঝড়ের মতো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। তাই জেনে নিন ঝড়ের সময় কী করা উচিত-

১. প্রথমেই মাথা ঠান্ডা রেখে বিপদের মোকাবেলা করতে হবে।
২. বাড়ির আশেপাশে বড় গাছের শুকিয়ে যাওয়া ডাল থাকলে কেটে ফেলুন।
৩. ঝড়ে উড়ে যেতে পারে এমন বস্তু খোলা জায়গা থেকে সরিয়ে ফেলুন।
৪. ঘর মেরামত প্রয়োজন হলে আগেই সেটা করিয়ে নিন।
৫. হাতের সামনে কাঠের বোর্ড রাখুন, কাঠ বিদ্যুৎ অপরিবাহী।
৬. লণ্ঠন, হ্যারিকেন এবং টর্চ হাতের কাছে রাখুন।

৭. বাড়িতে শুকনো খাবার ও পানীয় মজুদ করে রাখুন।
৮. প্রয়োজনীয় ওষুধ মজুদ করে রাখুন।
৯. ঝড়ের সময় যাতায়াত থেকে বিরত থাকুন।
১০. ঝড়ের সময় বাড়ির এমন এক জায়গা বেছে নিন, যেখানে নিরাপদ থাকবেন।
১১. কাঁচের জানালায় বোর্ড জাতীয় কিছু ঝুলিয়ে দিন, না হলে ক্ষতি হতে পারে।
১২. বাড়ির ইলেকট্রিকের তার ঠিক আছে কি-না দেখে নিন।
১৩. পরিস্থিতির ওপর নজর রাখুন, কোন গুজবে কান দেবেন না।
১৪. সাইক্লোন অ্যালার্ট জারি হলে অন্তত ২৪ ঘণ্টা আগে থেকে সতর্ক থাকুন।

Free Traffic Exchange

Videos similaires